প্রশ্ন
আমি একটি ফ্ল্যাট কিস্তিতে কেনার জন্য প্রথম কিস্তির ২০ লক্ষ টাকা এক কোম্পানীকে জমা দিয়েছি। প্রশ্ন হল, উক্ত টাকার যাকাত দিতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মালিকানাধীন অতিরিক্ত যাকাতযোগ্য সম্পদে বছর অতিক্রান্ত হওয়ার দ্বারা যাকাত আবশ্যক হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : إذَا بَلَغَ الْمَالُ مِئَتَيْ دِرْهَمٍ ، فَفِيهِ خَمْسَةُ دَرَاهِمَ
‘সম্পদ যখন দুইশ দেরহামে পৌঁছবে তখন তার উপর পাঁচ দেরহাম যাকাত ফরজ হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯৯৩৬]
কিন্তু আপনি ফ্ল্যাট কেনার কিস্তি হিসেবে যে টাকা কোম্পানীকে প্রদান করেছেন তার মালিক আপনি নন। তাই তার যাকাত আপনাকে দিতে হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22057/article-details.html