প্রশ্ন
আমি পরিবারকে না জানিয়ে বিয়ে করি। আমা পরিবার সন্দেহ করায় আমাকে জিজ্ঞাসাবাদ করে। আমি অস্বীকার করে বলি, আমি বিয়ে করিনি। আমার কোনো স্ত্রী নেই। তারা এ কথা কাগজে লিখিয়ে আমার স্বাক্ষর নেয়। জানতে চাচ্ছি, এর দ্বারা কি আমার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে মিথ্যা বলা হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘তোমরা মুর্তিপূজার নোংরামী থেকে বাঁচো এবং মিথ্যা কথা থেকে বাঁচো।’[সূরা হজ, আয়াত: ৩০]
হাদিস শরিফে এসেছে,
‘আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি:
১. যখন কথা বলে মিথ্যা বলে।
২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে।
৩. আমানত রাখা হলে খেয়ানত করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৩; সহিহ মুসলিম, হাদিস:৫৯]
সুতরাং এভাবে মিথ্যা বলার কারণে আপনি গুনাহগার হয়েছেন। তবে এ কারণে আপনার স্ত্রী তালাক হবে না।
উল্লেখ্য, বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই মুরব্বীদের সম্মতি ও পরামর্শক্রমে এ গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পাদন করা উচিৎ। হাদিসে অভিভাবকদের মতামত গ্রহণের ব্যাপারে যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে। তাই এভাবে লুকিয়ে বিয়ে করা কোনোক্রমেই উচিৎ নয়।
রদ্দুল মুহতার ৪/৫০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21944/article-details.html