প্রশ্ন
ফরয গোসলের পর যদি দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা বের হয় তাহলে গোসলের কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফরয গোসলের সময় দেহের প্রতিটি অংশে ভালোভাবে পানি পৌঁছানো জরুরি। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وإن كنتم جنبا فاطهروا
‘আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও।’ [মায়েদা, আয়াত: ৬]
তবে দাঁতের ফাঁকে যে খাদ্যকণা আটকে থাকে তা মুখে পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। কাজেই গোসলের পর খাদ্যকণা বের হলেও গোসল হয়ে যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21928/article-details.html