প্রশ্ন
প্রতি বছর আমার বেশ কিছু টাকা আত্মীয়-স্বজন কিংবা বন্ধুবান্ধবের হাতে গচ্ছিত থাকে। বিভিন্ন সময় আমি তাদেরকে সেগুলো ঋণ হিসেবে দেই। আমি জানতে চাচ্ছি, ঋণ হিসেবে দেয়া উক্ত টাকাগুলোর উপর কি আমার যাকাত আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে উল্লেখিত বিবরণ অনুযায়ী অন্যদের হাতে গচ্ছিত থাকা ঋণের টাকাগুলোর দুটি অবস্থা রয়েছে-
এক,
আপনার ঋণের টাকা যদি কোনো অভাবী লোকের হাতে থাকে কিংবা এমন ধনী লোকের হাতে থাকে, যার নিকট থেকে সে টাকা উদ্ধার করা প্রায় অসম্ভব, তাহলে সে টাকার উপর প্রতি বছর যাকাত আদায় আবশ্যক হবে না। কেননা এ টাকাগুলোর উপর বর্তমানে আপনার কোনো কতৃত্ব নেই।
আল্লাহ বলেন,
وَإِن كَانَ ذُو عُسۡرَة فَنَظِرَةٌ إِلَىٰ مَيۡسَرَة [البقرة: ٢٨٠]
‘যদি অভাবী হয় তবে তাকে সচ্ছলতা পর্যন্ত অবকাশ দিবে।’ [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৮০]
উক্ত সম্পদ যদি পরবর্তীতে কখনো আপনার হস্তগত হয়, তখন থেকে আপনার যাকাতের বছর গণনা শুরু হবে।
তবে কেউ কেউ বলেন, এ টাকাগুলোর বিগত এক বছরের যাকাত আদায় করতে হবে। আর এটাই অত্যধিক সতর্ক অভিমত।
দুই,
আপনার দেয়া ঋণ যদি কোন ধনী লোকের কাছে থাকে এবং যে কোন জরুরি মুহূর্তে তার থেকে উক্ত টাকা উদ্ধার করা সম্ভব হয়, তাহলে প্রত্যেক বছর সে টাকার যাকাত আদায় করতে হবে। কেননা এ টাকাগুলোর উপর আপনার পূর্ণ কর্তৃত্ব রয়েছে।
এ অবস্থায় যাকাত আদায় দুটি পদ্ধতি রয়েছে,
ক) ঋণ থাকাকালীন অন্যান্য সম্পদের সাথে ঋণের টাকা যোগ করে একত্রে যাকাত আদায় করে দেওয়া।
খ) ঋণের টাকার ফেরত পাওয়ার পর হিসেব করে বিগত প্রত্যেক বছরের যাকাত আদায় করা।
এ দুটি পদ্ধতির যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1487/article-details.html