প্রশ্ন
নামাযে কেরাত পড়া অবস্থায় আইন-এর বদলে কেউ যদি হামযা পাঠ করে তাহলে নামায হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফুকাহায়ে কেরাম বলেন, যে সকল অক্ষরের মাখরাজ কাছাকাছি সেগুলো উচ্চারণে যদি কেউ ভুল করে তাহলে উক্ত কারণে নামাযের কোনো ক্ষতি হয় না।
আইন ও হামযা-এর মাখরাজ হল কাছাকাছি। তাই একটির বদলে আরেকটি পাঠ করলে নামাযের কোনো ক্ষতি হবে না।
তবে যারা এ জাতীয় ভুল করে থাকে তাদের জন্য জরুরি হল মশকের মাধ্যমে উক্ত ভুল সংশোধন করে নেওয়া।
আলমুহীতুল বুরহানী ২/৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21856/article-details.html