প্রশ্ন
কুরআন তেলাওয়াতের সময় কেউ যদি সালাম দেয় তাহলে তার জবাব দেওয়া কি জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সালামের জবাব দেওয়া আবশ্যক। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ الله عليه وسلم خَمْسٌ تَجِبُ لِلْمُسْلِمِ عَلَى أَخِيهِ رَدُّ السَّلاَمِ
‘এক মুসলমানের উপর আরেক মুসলমানের জন্য ৫টি অপরিহার্য দায়িত্ব রয়েছে। এর একটি হল সালামের জবাব দেওয়া।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৭৭৭]
তবে কুরআন তেলাওয়াত অবস্থায় কেউ যদি তেলাওয়াতকারীকে সালাম দেয় তাহলে সে সালামের জবাব দেওয়া আবশ্যক নয়।
তাবয়ীনুল হাকায়েক ১/৩৯৫; আলবাহরুর রায়েক ২/৯; রদ্দুল মুহতার ১/৬১৭-৬১৮, ৬/৪১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21844/article-details.html