প্রশ্ন
আমার নাম ফজলে রাব্বী। কিন্তু কেউ কেউ আমাকে শুধু রাব্বী বলে ডাকে। জানতে চাচ্ছি, আমাকে শুধু রাব্বী বলে ডাকলে আমার গুনাহ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাব্বী শব্দটি রব থেকে এসেছে। যার অর্থ পালনকর্তা। আর পালনকর্তা হবেন একমাত্র আল্লাহ তাআলা। কোনো মানুষ পালনকর্তা হতে পারে না।
কেউ যদি না জেনে আপনাকে এ নামে ডেকে থাকে তাহলে কারোরই গুনাহ হবে না। কিন্তু জেনে বুঝে কেউ যদি আপনাকে এ নামে ডেকে থাকে তাহলে তার গুনাহ হলেও আপনার হবে না। কারণ কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى
‘আর কোনো বহনকারী অপরের (পাপের) বোঝা বহন করবে না।’ [সূরা ইসরা, আয়াত: ১৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21832/article-details.html