প্রশ্ন
মেয়ের নাম সারা রাখা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সন্তানের সুন্দর ও অর্থবহ নাম রাখা পিতা মাতার কর্তব্য। হাদিস শরিফে এসেছে রাসূল (সা.) বলেছেন,
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ
‘কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৪৮]
সারা একটি আরামীয় শব্দ। যার অর্থ হল, রাণী, মহিলা শাসক, সম্রাজ্ঞি, নেত্রী, ভদ্র মহিলা, অভিজাত নারী ইত্যাদি। তাছাড়া এটা ইবরাহীম (আ.)-এর স্ত্রীর নাম ছিল।
এ অর্থ বিবেচনায় আপনার মেয়ের নাম সারা রাখতে পারেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21824/article-details.html