প্রশ্ন
খাবার খাওয়ার সময় ডান হাতে তরকারির ঝোল লেগে থাকে। উক্ত অবস্থায় বাম হাত দিয়ে তরকারি নেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ভালো কাজ ডান দিক থেকে শুরু করা উত্তম। হাদিস শরিফে এসেছে-
عن عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يُحِبُّ التَّيَمُّنَ فِى شَأْنِهِ كُلِّهِ فِى نَعْلَيْهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ
‘আয়েশা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) জুতা পরিধান করা, মাথা আঁচড়ানো, পবিত্রতা অর্জনসহ সব ক্ষেত্রে ডান দিক পছন্দ করতেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৬৮]
তবে খাবারের সময় হাতে যেহেতু ঝোল লেগে থাকে তাই বাম হাত দিয়ে তরকারি নিতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21812/article-details.html