প্রশ্ন
মুসলিম হয়েও ইসলামের সরল পথ থেকে দূরে থাকার কারণে বিগত বছরগুলোতে আমি যাকাত আদায় করিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আল্লাহর কাছে তওবা করেছি। বিগত ৫ বছর যাবত আমার উপর যাকাত ওয়াজিব। এখন আমি সেগুলোর প্রতিকার করতে চাই। কীভাবে আমি এর প্রতিকার করতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে, তিনি আপনাকে হেদায়াতের উপর ফিরিয়ে এনেছেন।
বিগত বছরগুলোতে যে পরিমাণ অর্থ আপনার মালিকানাধীন ছিল, তা থেকে প্রত্যেক বছরের ঋণ বাদ দিয়ে বাকি অর্থের যাকাত পরিশোধ করা আপনার উপর অপরিহার্য ছিল। বিগত বছরগুলোর সম্পদ যদি নিশ্চিতভাবে হিসেব করে বের করতে পারেন, তাহলে সে অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায় করা আপনার উপর ফরয। আর যদি সঠিক সংখ্যা বের করা সম্ভব না হয়, তাহলে সতর্কতার সাথে অনুমানের ভিত্তিতে যাকাত আদায় করবেন এবং ভুল ত্রুটির জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন।
যাকাত একদিকে যেমন আল্লাহ্র ইবাদত অন্যদিকে গরিবদের অধিকার। তওবার মাধ্যমে আপনি আল্লাহ্র অধিকার থেকে অব্যাহতি পেয়েছেন।
কেননা আল্লাহ্ তাআলা বলেন: ‘আর তিনিই তাঁর বান্দাদের তাওবা কবুল করেন ও পাপসমূহ মোচন করেন।’ [সূরা শুরা, আয়াত: ২৫]
তবে আপনার উপর দ্বিতীয় অধিকারটি বহাল আছে। সেটা হচ্ছে যাকাতের হকদার গরিব বা অন্যান্য প্রাপকদের অধিকার। তাই আপনার উপর ফরজ হল এ সকল লোকদের কাছে যাকাতের সম্পদ হস্তান্তর করা। যদি আপনার তওবা শুদ্ধ হয় তাহলে আশা করা যায় যে আপনি যাকাত পরিশোধ করার সওয়াব পাবেন। কেননা আল্লাহ্র অনুগ্রহ প্রশস্ত।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1482/article-details.html