প্রশ্ন
গরিব মিসকিনরা বাড়ি বাড়ি গিয়ে কুরবানীর গোশত কালেকশন করে। ঈদের দিন বিকালে সেগুলো বিক্রি করতে বসে। জানতে চাচ্ছি, তাদের থেকে কুরবানীর গোশত ক্রয় করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গরিবরা কুরবানীর মাংস গ্রহণ করার সাথে সাথে সেটি তাদের ব্যক্তিগত মালের অন্তর্ভুক্ত হয়ে যায়। সেটি আর কুরবানীর মাংস হিসেবে বাকি থাকে না। তাই তারা সেটি বিক্রি করতে পারবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,
دخل رسول الله صلى الله عليه وسلم وبرمة على النار، فقرب إليه خبز وأدم من أدم البيت، فقال: ألم أر البرمة، فقيل: لحم تصدق به على بريرة، وأنت لا تأكل الصدقة، قال: هو عليها صدقة، ولنا هدية
‘রাসূল (সা.) ঘরে প্রবেশ করে চুলার ওপরে ডেকচি দেখতে পেলেন। কিন্তু তাকে রুটি এবং বাড়ির তরকারী থেকে তরকারী দেয়া হল। রাসূল (সা.) জিজ্ঞেস করলেন: চুলার ওপরের ডেকচির তরকারী দেখতে পাচ্ছি না যে? উত্তর দেয়া হল, ডেকচিতে বারীরার জন্য দেয়া সদকার গোশত রয়েছে। আর আপনি তো সদকার গোশত খান না। তখন তিনি বললেন, এটা তার জন্য সদকা আর আমাদের জন্য হাদিয়া।’ [সহিহ বুখারি, হাদিস: ৫০৯৭]
সুতরাং আপনি তাদের থেকে কুরবানীর গোশত ক্রয় করতে পারবেন।
ফাতহুল বারী ৫/২৪৩; শরহুল মাজাল্লাহ, মাদ্দাহ : ৯৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২০৩; উমদাতুল কারী ৯/৯২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21743/article-details.html