প্রশ্ন
জবাইয়ের সময় যদি মুরগীর মাথা আলাদা হয়ে যায় তাহলে তার গোশত খাওয়া কি মাকরূহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জবাইয়ের সময় মুরগীর মাথা আলাদা হয়ে গেলেও তা খেতে কোনো সমস্যা নেই, যদি তা জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়ে থাকে। হাদিস শরিফে এসেছে,
‘ইবরাহীম নাখয়ী (রহ.)-কে ঐ প্রাণির গোশত খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হল, জবাইয়ের সময় যার মাথা আলাদা হয়ে গিয়েছে। তিনি বললেন, খেতে কোনো সমস্যা নেই।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ৮৫৯৩]
তবে উক্ত কাজটি অনুত্তম হবে। কারণ, এতে প্রাণির কষ্ট হয়ে থাকে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21737/article-details.html