প্রশ্ন
আমি একটি মসজিদের মুয়াজ্জিন। রমজানে ইফতারের সময় আমি আগে কিছু খেয়ে তারপর আযান দেই। আমি কি ইফতারি করে আযান দিব না আযান দিয়ে ইফতারি করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি যদি সামান্য কিছু মুখে দিয়ে আযান দেন, (যেমন এক ঢোক পানি) তাহলে কোনো দোষ নেই। কারণ এতে খুব বেশি সময় বিলম্ব হয় না।
অন্যথায় আপনার কর্তব্য হবে দ্রুত আযান দেয়া। কারণ আমাদের দেশের মানুষ সাধারণত মুয়াজ্জিনের আযান শুনে ইফতার শুরু করে। মুয়াজ্জিন দেরিতে আযান দিলে এলাকার লোকেরাও দেরিতে ইফতার করবে। ফলে ইফতারের একটি গুরুত্বপূর্ণ সুন্নত লঙ্ঘিত হবে।
রোযাদারের জন্য সুন্নত হলো অবিলম্বে ইফতার করা। সাহ্ল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
لا يزال الناس بخير ما عجَّلوا الفطر
অর্থ: ‘মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তারা অবিলম্বে ইফতার করবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৮৫৬, সহিহ মুসলিম, হাদিস: ১০৯৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1481/article-details.html