প্রশ্ন
আমি সাধারণত ঈদুল ফিতরের নামাজের পর ফিতরা আদায় করি। এটি কি সঠিক পদ্ধতি? ফিতরা আদায়ের শুরু এবং শেষ সময় সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদুল ফিতরের নামাজের পর ফিতরা আদায় করলে তা ফিতরা আদায় হিসেবে গণ্য হবে না। কেননা আপনি ফিতরা আদায়ের নির্ধারিত সময় শেষ হওয়ার পর তা আদায় করেছেন। এ ভুলটি আমাদের সমাজে ব্যাপক ভাবে প্রচলিত।
ফিতরা আদায়ের সময় শুরু হয় রমযান মাসের সর্বশেষ দিনের সূর্য ডোবার মাধ্যমে। সেটি হচ্ছে শাওয়াল মাসের প্রথম রাত্রি। আর এর সময় শেষ হয় ঈদুল ফিতরের নামায শেষ হওয়ার মাধ্যমে।
নবী (সা.) ঈদের নামাযের আগেই ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন।
ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন যে, (সা.) বলেন:
‘যে ব্যক্তি নামাযের আগে ফিতরা আদায় করেছে সেটা মকবুল (কবুলযোগ্য) ফিতরা। আর যে ব্যক্তি নামাযের পরে আদায় করেছে সেটা সাধারণ সদকার মত একটি সদকা।’ [সুনানে আবু দাউদ (২/২৬২-২৬৩) নং ১৬০৯, সুনানে ইবনে মাজাহ (১/৫৮৫) নং ১৮২৭, সুনানে দারাক্বুতনি (২/১৩৮), মুসতাদরাকে হাকেম (১/৪০৯)]
তবে একদিন বা দুইদিন আগে ফিতরা আদায় করা জায়েয আছে।
ইবনে উমর (রা.) কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে,তিনি বলেন:
‘রাসূল(সা.) সাদাকাতুল ফিতর (ফিতরা) ফরয করেছেন…।’ সে হাদিসের শেষে বলেছেন: ‘সাহাবীরা উক্ত সময়ের একদিন বা দুইদিন আগে তা আদায় করত।’
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1465/article-details.html