প্রশ্ন
মাথার চুল কাটার পর কি গোসল করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, মাথার চুল কাটার পর গোসল করা জরুরি নয়। হাদিস শরিফে এসেছে,
عن الحسن: في الرجل يأخذ من شعره ومن أظفاره بعد ما يتوضأ قال: لا شيء عليه
‘হাসান বসরী (রহ.)-কে প্রশ্ন করা হল, অজু অবস্থায় চুল, নখ কাটার পর কি অজু করতে হবে? তিনি বললেন না।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৫৭৬]
তবে কেউ ভালোভাবে পরিচ্ছন্নতার জন্য গোসল করতে পারে। এতে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21585/article-details.html