প্রশ্ন
খুতবার আগে যে আযান দেওয়া হয় সেই আযানের জবাব দিতে হবে কি? না চুপ করে বসে থাকতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খুতবার আগে যে আযান দেওয়া হয় তার জবাব দেওয়া যাবে কিনা- সে সম্পর্কে দুধরনের অভিমত পাওয়া যায়। একদল আলেমের বক্তব্য হল, উক্ত আযানের জবাব দিবে না। বরং চুপ থাকবে। হাদিস শরিফে এসেছে,
‘ইবনে আব্বাস (রা.) ও ইবনে উমর (রা.) উভয়ে জুমআর দিন ইমাম সাহেব খুতবার জন্য বের হওয়ার পর নামায ও কথা বলাকে অপছন্দ করতেন।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৫২৯৭]
অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হল, খুতবার আগে যে আযান দেওয়া হয় তার জবাব দেওয়া যাবে। হাদিস শরিফে এসেছে,
‘মুআবিয়া ইবনে আবু সুফ্ইয়ান (রা.) হতে বর্ণিত। তিনি মিম্বারে বসা অবস্থায় মুয়ায্যিন আযান দিলেন। মুয়ায্যিন বললেন, ‘‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’’ মু‘আবিয়াহ (রাযি.) বললেন, ‘‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার।’’ মুয়ায্যিন বললেন, ‘‘আশ্হাদু আল্ লা- ইলা-হা ইল্লাল্লাহ’’ তিনি বললেন এবং আমিও (বলছি ‘‘আশ্হাদু আল্ লা- ইলা-হা ইল্লাল্লাহ)। মুয়ায্যিন বললেন, ‘‘আশ্হাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ’’ তখন মু‘আবিয়াহ বললেন এবং আমিও বললাম। যখন (মুয়ায্যিন) আযান শেষ করলেন, তখন মু‘আবিয়াহ (রাযি.) বললেন, হে লোক সকল! তোমরা আমার হতে যে বাক্যগুলো শুনেছ, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে মুয়ায্যিনের আযানের সময় এ মজলিসে বাক্যগুলো বলতে আমি শুনেছি।’ [সহিহ বুখারি, হাদিস: ৯১৪]
উক্ত আলোচনা থেকে বুঝা যায়, কেউ যদি খুতবার আগের আযানের জবাব দিতে চায় তাহলে সে দিতে পারবে। এতে গুনাহ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21555/article-details.html