প্রশ্ন
কেউ যদি জবাইয়ে সময় পশুর তিনটি রগ তথা কণ্ঠনালী, খাদ্যনালী এবং উভয় পাশের একটি রগ কাটে তাহলে তার জবাই শুদ্ধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পশুর গলায় চারটি রগ থাকে। জবাইয়ের সময় চারটি রগই কাটতে হয়। নাফে (রহ.) বলেন,
‘যবেহ অর্থ হল রগগুলোকে কেটে দেয়া।’ [সহিহ বুখারি ৮/৯৩]
তবে কেউ যদি জবাইয়ের সময় পশুর কণ্ঠনালী, খাদ্যনালী এবং উভয় পাশের একটি রগ অর্থাৎ সর্বমোট তিনটি রগ কাটে তাহলেও জবাই হয়ে যাবে।
হেদায়া ৪/৩৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21482/article-details.html