প্রশ্ন
আদর ও মহব্বত করে স্বামীকে বাবু ডাকা যাবে কি? এতে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আদর করে হলেও স্বামীকে বাবু ডাকা ঠিক নয়। শরিয়তের দৃষ্টিতে এ জাতীয় সম্বোধন করা নিষেধ। হাদিস শরিফে এসেছে-
عن أبى تميمة الهجيمى ، أن رجلا قال لامرأته : يا أخية فقال رسول الله صلى الله عليه وسلم : أختك هي ؟ فكره ذلك ونهى عنه
‘এক ব্যক্তি তার স্ত্রীকে বোন ডাকায় রাসূল (সা.) তাকে বলেন: সে কি তোমার বোন?! অর্থাৎ তিনি অপছন্দ করলেন এবং তা থেকে নিষেধ করলেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২২১০]
কাজেই আদর মহব্বত করে স্বামীকে বাবু ডাকা যাবে না। তবে কেউ ডেকে ফেললে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21466/article-details.html