প্রশ্ন
কাদেরকে যাকাত দেয়া যাবে না? এ বছর আমি আমার দাদাকে যাকাত দেয়ার নিয়ত করেছি। দাদাকে যাকাত দিলে কি ইসলামে দৃষ্টিতে কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে এমন আর কাকে কাকে যাকাত দেয়া যাবে না, তার বিস্তারিত জানালে উপকৃত হতাম।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দাদাকে যাকাত দিলে উক্ত যাকাত আদায় হবে না।
দশ শ্রেণির ব্যক্তিদেরকে যাকাত, দান, সদকা ও ফেতরা দেয়া যাবে না।
১. যাকাতদাতার ঊর্ধ্বতন পুরুষ কিংবা মহিলাকে। (পিতা, দাদা, পর দাদা, নানা, পর নানা ও তাদের উপরের ব্যক্তিগণ,এরকম ভাবে মা, দাদী, নানী, পর দাদী, পর নানী প্রমুখ)
২. অধস্তন পুরুষকে। ( ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পুতি ও তাদের সন্তানরা)
৩. স্বামী তার স্ত্রীকে কিংবা স্ত্রী তার স্বামীকে।
৪. দাস ও দাসীকে।
৫. নেসাব পরিমাণ সম্পদের মালিককে।
৬.নেসাব পরিমাণ সম্পদের মালিকের নাবালেগ সন্তানকে।
৭. নেসাব পরিমাণ সম্পদের মালিকের দাস-দাসীকে।
৮. বনু হাশেম বা সায়্যেদ বংশের ব্যক্তিদের। (যারা নবী (সা.) বা আলী ও আব্বাস (রা.) এর বংশধর)
৯. বনু হাশেম বা সায়্যেদ বংশের ব্যক্তিদের স্বাধীনকৃত গোলাম ও বাদীদেরকে।
১০.কাফের ও অমুসলিমকে।
উল্লেখ্য যে, দাদী ও নানীর বংশ অর্থাৎ চাচা, ফুফু, মামা, খালা ও তদের সন্তান সন্তুতিদের যদি দরিদ্র হয় তাহলে তাদেরকে যাকাত ও ফেতরা দেয়া যাবে। শুধু তাই নয় নিকটাত্মীয়দের দান করা অধিক উত্তম।
হাদিস শরিফে এসেছে,
রাসূলাল্লাহ (সা.) বলেন,‘ফকির মিসকিনকে সদকা দিলে তা কেবল সদকা হলো আর নিকটাত্মীয়কে দিলে দুটি সওয়াব। একটি সদকা এবং আরেকটি সুসম্পর্ক প্রতিষ্ঠা।’ [তিরমিযি শরিফ ১/১৪২]
মারাকিল ফালাহ ৭৩০-৭২১, তাবয়িনুল হাকায়েক- ২/১২২, আল বাহরুর রায়েক- ২/৪২৫-৪৩৯, আদ্দুররুল মুখতার – ৩/৩৪১ (বৈরুত), ফাতাওয়া হিন্দিয়া- ১/ ২৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1416/article-details.html