প্রশ্ন
ঋণদাতা একজনের কাছে নেসাব পরিমাণ টাকা ঋণ পায়। এছাড়া তার আর কোনো প্রয়োজন অতিরিক্ত সম্পদ নেই। উক্ত ঋণ তাকে পরিশোধ করা হবে ঈদের ১০ দিন পরে। প্রশ্ন হল, এমন ঋণদাতার উপর কুরবানী আবশ্যক হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ মালের মালিকের উপর কুরবানী করা আবশ্যক। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا
‘যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানী করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ [মুসনাদে আহমদ, হাদিস: ৮২৫৬]
তবে শর্ত হল, কুরবানীর দিনগুলোতে নেসাব পরিমাণ সম্পদ হস্তগত থাকতে হবে। অন্যথায় কুরবানী আবশ্যক হবে না।
যেহেতু উক্ত ঋণদাতার কাছে কুরবানীর দিনগুলোতে নেসাব পরিসাণ সম্পদ থাকবে না তাই সে গরিব ব্যক্তির মতই। তাকে কুরবানী করতে হবে না।
বাদায়েউস সানায়ে ৫/৬৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21313/article-details.html