প্রশ্ন
মাটির চুলায় শুকনো গোবর পুড়িয়ে খাবার রান্না করা হলে সে খাবার খাওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গোবর পাক নয় বরং নাপাক। হাদিস শরিফে এসেছে-
عَنْ عَاصِمِ بْنِ الْمُنْذِرِ ؛ سَأَلْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ عَنِ الرَّوْثِ يُصِيبُ النَّعْلَ ؟ قَالَ : امْسَحْهُ
‘আসেম ইবনে মুনযির (রহ.) বলেন: আমি উরওয়াহ ইবনে জুবাইর (রহ.)কে জিজ্ঞাসা করেছি, যে গোবর জুতায় লাগলে কী করবে? তিনি বলেছেন: তা মুছে ফেলবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২০২৭]
তবে তা আগুনে পোড়ানো হলে তার মূল বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় কাজেই তা দ্বারা রান্না করা হলে উক্ত রান্নাকৃত খাবার খেতেও কোনো সমস্যা নেই।
রদ্দুল মুহতার ৫/৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21278/article-details.html