প্রশ্ন
একটি বইয়ে পেলাম, অজুর পর কেউ যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে তাহলে সে ৪৯ লক্ষ নেকি লাভ করবে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করলে ৪৯ লক্ষ নেকি হয় মর্মে আমরা কোনো হাদিস খুঁজে পাইনি। কাজেই এ জাতীয় ভিত্তিহীন কথা বর্ণনা করা থেকে বিরত থাকতে হবে।
তবে অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করা শরিয়ত সম্মত ও মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ – أَوْ فَيُسْبِغُ – الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ
‘তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উত্তম ও পূর্ণরূপে অজু করে এ দোয়া পড়বে- ‘আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু’। তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে।’ [সহিহ মুসলি, হাদিস: ২৩৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21266/article-details.html