প্রশ্ন
এ বছর আমার যাকাত এসেছে ১ লক্ষ টাকা। আমি কি উক্ত টাকা একেবারে গরিবদেরকে না দিয়ে অল্প অল্প করে সারা বছর দিতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাতের টাকার হকদার গরিবরা। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ
‘আর তাদের ধনসম্পদে রয়েছে প্রার্থী ও বঞ্চিতের হক।’ [সূরা যারিয়াত, আয়াত: ১৯]
কাজেই যথাসম্ভব দ্রুত সেই টাকা তাদের হাতে পৌঁছিয়ে দেওয়াটাই উত্তম। তবে অল্প অল্প করে যদি সারা বছর তাদের হাতে পৌঁছানো হয় তাহলেও কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21248/article-details.html