প্রশ্ন
আমার চাচা একটি ব্যাংকের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছেন। জানতে চাচ্ছি, তিনি আমাকে টাকা দিলে তা আমি গ্রহণ করতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়ত মতে সুদের লেন-দেন করা, সুদের কাজে মধ্যস্থতা ও সহায়তা করা, সুদের চুক্তির কথা লেখা, সাক্ষী থাকা সবই বড় গুনাহের কাজ।
হাদিস শরিফে এসেছে,
জাবির (রা.) বলেন, ‘আল্লাহর রাসূল (সা.) সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী এবং সুদের লেখক ও সাক্ষীদ্বয়ের উপর লানত করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৫৯৮]
আপনার চাচার বেতন যদি হালাল টাকা থেকে হয়ে থাকে তাহলে আপনি আপনার চাচার টাকা গ্রহণ করতে পারবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21244/article-details.html