প্রশ্ন
ভুলবশত যদি মসজিদে নামাজের মধ্যে মোবাইলের রিংটোন বেজে ওঠে তাহলে করনীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাযে খুশুখুযুর গুরুত্ব অনেক বেশি। এ ব্যাপারে আমাদের খুব বেশি সতর্ক থাকা প্রয়োজন। একই সাথে পরিচিত সবাইকে এ কথা বলে দেয়া উচিত যে, তারা যেন নামাজের সময় কোনো কারণেই আপনাকে ফোন না দেয়।
সমস্ত সতর্কতা অবলম্বন করার পরও যদি কোনো কারণে মসজিদে রিংটোন বেজে ওঠে তাহলে তা বন্ধ করা আপনার জন্য আবশ্যক।
অল্প আমলের মাধ্যমে যদি মোবাইল বন্ধ করা যায় তাহলে তো বন্ধ করে দিবেন। অথবা যে কোনো ভাবে মোবাইল বন্ধ করতেই হবে। কারণ মসজিদে রিংটোন বেজে উঠলে শুধু নিজের নামাজেরই একাগ্রতা নষ্ট হয় না; বরং অন্যদের নামাজেও বিঘ্নতা সৃষ্টি হয় যা অপরাধের মাত্রাকে আরও বাড়িযে দেয়। তাই একজনের নামাজ ভঙ্গ করে হলেও অন্যান্য সকলের নামাজের বিঘ্নতা সৃষ্টি বন্ধ করা আবশ্যক।
তাহতাবী আলাল মারাকী-১৯৮, হিন্দিয়া ১/১০৭, আল বাহরুল রায়েক ১/২৮৭, রদ্দুল মুহতার ১/৬৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1390/article-details.html