প্রশ্ন
একটি মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়েছে। গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ের নিয়ত করেছিলাম। সেই মেয়েও রাজি। কিন্তু কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমার যৌনক্ষমতা নষ্ট হয়ে যায়। আমি বিষয়টি মেয়েকে জানিয়েছি। তারপরও সে আমাকে বিয়ে করতে চায়। জানতে চাচ্ছি, আমি কি তাকে বিয়ে করতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সহবাস স্ত্রীর অন্যতম একটি অধিকার। আর স্ত্রীর অধিকার রক্ষা করা স্বামীর উপর আবশ্যক। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
‘তোমরা তাদের সাথে সদ্ভাবে সম মর্যাদায় অবস্থান কর।’ [সূরা নিসা, আয়াত: ১৯]
সুতরাং কোনো ব্যক্তি যদি উক্ত অধিকার রক্ষার সক্ষমতা না রাখে তাহলে তার জন্য বিয়ে করা বৈধ হবে না।
এক্ষেত্রে আপনি ভালো চিকিৎসকের মাধ্যমে চিকিৎিসা করিয়ে দেখতে পারেন, যদি সুস্থ হোন তাহলে তাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে বিষয়টি পুনরায় ভালো করে উভয় পরিবারের আলোচনা করবেন এবং তার পরিবারের সদস্যদের মাধ্যমে তাকে বুঝাবেন। তারপরও যদি স্বেচ্ছায় তার উক্ত অধিকার ছেড়ে দিতে রাজি হয় তাহলে এই বিয়েতে কোনো সমস্যা নেই।
উল্লেখ্য, বিয়ে বহির্ভুত প্রেম হারাম ও নাজায়েয। কারণ তা অনেক হারাম কাজে মানুষকে উদ্বুদ্ধ করে থাকে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘আর সতী সাধ্বী মুসলিম নারীরাও এবং তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবের মধ্যকার সতী-সাধ্বী নারীরাও (তোমাদের জন্য হালাল), যখন তোমরা তাদেরকে তাদের বিনিময় (মোহর) প্রদান কর, এ রূপে যে, তোমরা (তাদেরকে) পত্নী রূপে গ্রহণ করে নাও, না প্রকাশ্যে ব্যভিচার কর, আর না গোপন প্রণয় কর।’ [সূরা মায়েদা, আয়াত: ৫]
কাজেই উক্ত গুনাহের কারণে খাঁটি মনে তওবা করতে হবে এবং ভবিষ্যতে বিয়ে না হলে সবধরণের সম্পর্ক ছিন্ন করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21140/article-details.html