প্রশ্ন
জানাবাত অবস্থায় আয়াতুল কুরসী পাঠ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাবাত অবস্থায় কুরআন পড়া জায়েয নেই। হাদিস শরিফে রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا
‘ঋতুবতী নারী ও জুনুবী ব্যক্তি (যার ওপর গোসল ফরজ) কুরআনের কিছুই পাঠ করবে না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৩১]
কাজেই তেলাওয়াত হিসেবে আয়াতুল কুরসীও পাঠ করা যাবে না।
তবে কেউ যদি দোয়া হিসেবে আয়াতুল কুরসী পাঠ করে তাহলে তা বৈধ হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21039/article-details.html