প্রশ্ন
মহিলারা কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মসজিদে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখতেই হবে। যেখানে গিয়ে মা বোনেরা নামাজ আদায় করতে পারবেন। রাসূলুল্লাহ (সা.) এর যুগ থেকে আজ পর্যন্ত মক্কা-মদিনা সহ গোটা দুনিয়ায় মুসলিম মিল্লাতের নিরবিচ্ছিন্ন আমল এটির উপর।
হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
لاَ تَمْنَعُوا نِسَاءَكُمُ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ
অর্থ: ‘তোমরা তোমাদের মহিলাদের মসজিদে যেতে বাধা দিও না,তবে তাদের বাড়ি তাদের জন্য উত্তম।’ [সুনানু আবু দাউদ, হাদিস: ৫৬৭; মুসনাদ আহমাদ, হাদিস: ৫৪৭১]
তবে মসজিদে গিয়ে নামাজ আদায় করা মহিলাদের উপর অপরিহার্য নয়। বরং বাড়িতে নামাজ আদায় করাই তাদের জন্য উত্তম।
হযরত আয়েশার (রা.) বলেন,
لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِى إِسْرَائِيلَ.
অর্থ: ‘যদি রাসূলুল্লাহ (সা.) মহিলাদের বর্তমান কাজকর্ম দেখতেন তাহলে তাদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন যেমনভাবে বনি ইসরাইলের মেয়েদের নিষেধ করা হয়েছিল।’ [সহিহ মুসলিম, হাদিস: ১০২৭; সুনানু আবু দাউদ, হাদিস: ৫৬৯; সহিহ বুখারি, হাদিস: ৮৬৯]
উক্ত হাদিসগুলো থেকে এ বিষয়টি স্পষ্ট হয় যে, ঘরে নামাজ পড়াই মহিলাদের জন্য উত্তম। তবে কেউ চাইলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে। এতে কারো বাঁধা দেয়া উচিৎ নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1384/article-details.html