প্রশ্ন
আমি জেনারেল পড়ুয়া। আমার স্ত্রী আলেমা। জানতে চাচ্ছি, আমরা একসাথে নামায পড়ার সময় আমার স্ত্রী ইমামতি করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়তে নামাজ পড়ানোর দায়িত্ব হলো পুরুষের। কোন মহিলা কোন পুরুষের ইমাম হতে পারবে না।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘শোনো, কোনো নারী যেন পুরুষের ইমামতি না করে।’ [ইবনে মাজাহ, হাদিস:১০৭১]
তাছাড়া সাহাবা-তাবেয়িদের যুগেও কোনো নারীর পুরুষের ইমামতি করা ইতিহাসে প্রমাণিত নেই।
কাজেই আপনার স্ত্রী ইমামতি করতে পারবে না।
সুনানে আবু দাউদ, হাদিস: ৫৯১; ফাতাওয়াল লাজনাতিদ দায়েমা ৭/৩৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21006/article-details.html