প্রশ্ন
আমার এক বন্ধু বলল, ডিম খেলে বেশি বাচ্চা-কাচ্চা হয়। এ সম্পর্কে হাদিসও আছে। জানতে চাচ্ছি, ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে কোনো হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ডিম খাওয়ার উপকারিতা বর্ণনা করতে গিয়ে অনেকে একটি হাদিস বলে থাকে। এ জাতীয় কোনো সহিহ বা যয়ীফ হাদিসও আমরা খুঁজে পাইনি। ইবনে হিব্বান (রহ.) বলেন,
‘আগত হাদিস দ্বারা দলিল পেশ করা বৈধ নয়। তা হল, এক ব্যক্তি রাসূল (সা.)-এর কাছে এসে সন্তান না হওয়ার অভিযোগ করে। রাসূল (সা.) তাকে ডিম ও পেঁয়াজ খাওয়ার নির্দেশ দেন।’ [মিযানুল ইতিদাল ৪/৬২]
কাজেই উক্ত বক্তব্যকে হাদিস বলে প্রচার করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20962/article-details.html