প্রশ্ন
আমার উপর হজ্ব ফরজ হয়েছে। এ বছর হজ্ব করার নিয়ত করেছিলাম। কিন্তু আমার স্ত্রী খুবই অসুস্থ। তার খেদমত করার মত কেউ নেই। জানতে চাচ্ছি, এ বছর হজ্বে না গেলে কি গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজ্ব ইসলামের গুরুত্বপূর্ণ রোকন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন-
وَ لِلهِ عَلَی النَّاسِ حِجُّ الْبَیْتِ مَنِ اسْتَطَاعَ اِلَیْهِ سَبِیْلًا وَ مَنْ كَفَرَ فَاِنَّ اللهَ غَنِیٌّ عَنِ الْعٰلمِیْنَ.
‘মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্ব করা তার জন্য অবশ্যকর্তব্য। আর যে এই নির্দেশ পালন করতে অস্বীকার করবে তার জেনে রাখা উচিত যে, আল্লাহ দুনিয়াবাসীদের প্রতি সামান্যও মুখাপেক্ষী নন।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭]
রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন-
تَعَجّلُوا إِلَى الْحَجِّ يَعْنِي الْفَرِيضَةَ فَإِنّ أَحَدَكُمْ لَا يَدْرِي مَا يَعْرِضُ لَهُ.
‘তোমরা দ্রুততর সময়ের মধ্যে ফরয হজ্ব আদায় কর। কেননা তোমাদের কেউই একথা জানে না যে, আগামীতে তার ভাগ্যে কী আছে।’ [মুসনাদে আহমাদ, হাদিস ২৮৬৭]
কারো উপর হজ্ব ফরজ হলে যথাসম্ভব দ্রুত তা আদায় করা উচিৎ। কারণ কার মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না।
তবে আপনার স্ত্রী যেহেতু অসুস্থ এবং তার খেদমত করার কেউ নেই তাই আপনি এ বছর হজ্বে না গিয়ে আগামী বছর যেতে পারবেন। এতে আপনার কোনো গুনাহ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20891/article-details.html