প্রশ্ন
বর্তমানে রাস্তায় বের হলেই একদল হুজুর পাওয়া যায়, যারা মাদরাসার রশিদ বই নিয়ে বাসে উঠে বা গাড়ি থামিয়ে কালেকশন করে থাকে। জানতে চাচ্ছি, এভাবে মাদরাসার জন্য কালেকশন করা শরিয়ত সমর্থন করে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাদরাসা ইসলামের শিআর তথা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। আর আল্লাহর নিদর্শনাবলীর সম্মান রক্ষা করা আবশ্যক। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
‘যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই।’ [সূরা হজ্ব, আয়াত: ৩২]
এভাবে রাস্তায় রাস্তায় মাদরাসার জন্য কালেকশন করা অত্যন্ত দৃষ্টিকটু। এক দৃষ্টিকোণ থেকে এটা ভিক্ষাবৃত্তির মত। যা মাদরাসার জন্য অসম্মানজনক। অপরদিকে ভিক্ষাবৃত্তিকে শরিয়তের নিরুৎসাহিত করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
‘তোমাদের যে কেউ ভিক্ষা করে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত এ অবস্থায় থাকবে যে, তার মুখমন্ডলে গোশতের এক টুকরাও থাকবে না।’ [সহিহ মুসলিম, হাদিস: ১০৪০]
কাজেই এভাবে অসম্মানজনক পদ্ধতিতে কালেকশন না করে সম্মানজনক পন্থায় মানুষের দান গ্রহণ করা যেতে পারে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20857/article-details.html