প্রশ্ন
আমি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছি। আমার প্রশ্ন হল, স্ত্রীর চাচাত বোনকে বিয়ে করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়তে একই ব্যক্তির আপন দুই বোনকে একই সাথে স্ত্রী হিসেবে বহাল রাখা সম্পূর্ণরূপে অবৈধ ও হারাম। কুরআন মাজিদে স্পষ্ট ভাষায় এর প্রতি নিষেধাজ্ঞা রয়েছে।
আল্লাহ তাআলা বলেন,
‘তোমাদের উপর হারাম করা হয়েছে দুই বোনকে একসাথে বিবাহ বন্ধনে রাখা।’ [সূরা নিসা, আয়াত: ২৩]
তবে চাচাত বোন আপন বোনের হুকুমে হবে না। কাজেই স্ত্রীর চাচাত বোনকে বিয়ে করতে কোনো সমস্যা নেই।
ফাতাওয়া আলমগীরী ১/২৭৭; হেদায়া ২/৩০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20841/article-details.html