প্রশ্ন
মসজিদে বিয়ে পড়ানো কি উত্তম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অধিকাংশ উলামায়ে কেরামের মতে মসজিদে বিয়ে পড়ানো মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
أَعْلِنُوا هَذَا النِّكَاحَ، وَاجْعَلُوهُ فِي المَسَاجِدِ
‘তোমরা বিয়ের ঘোষণা দিবে, বিয়ের কাজ মসজিদে সম্পন্ন করবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১০৮৯]
তবে মনে রাখতে হবে, মসজিদে বিয়ে পড়াতে গিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা যেন না হয়ে যায়। অন্যথায় তা অত্যন্ত গর্হিত কাজ হবে এবং মর্যাদা ক্ষুন্ন হবে।
আদদুররুল মুখতার ৩/৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20827/article-details.html