প্রশ্ন
ইহরাম অবস্থায় একান্ত প্রয়োজনীয় কিছু কাগজ এবং টাকা রাখার জন্য আমরা সাধারণত গলায় ঝুলিয়ে এক ধরনের সেলাইযুক্ত ব্যাগ ব্যবহার করি অথবা কোমরে বেল্ট বাঁধি। প্রশ্ন হলো, ইহরাম অবস্থায় এ ধরনের সেলাইযুক্ত ব্যাগ বা বেল্ট ব্যবহার করা কি জায়েয হবে ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, ইহরাম অবস্থায় এ ধরনের সেলাইযুক্ত ব্যাগ বা বেল্ট ব্যবহার করা জায়েয হবে। কারণ ইহরাম অবস্থায় সেলাইযুক্ত ব্যাগ ব্যবহার করা ও বেল্ট বাঁধা নিষিদ্ধ নয়।
তাবেয়ী উরওয়া (রাহ.) মুহরিমের জন্য টাকা-পয়সা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র হেফাযতের উদ্দেশ্যে ব্যাগ ব্যবহার করা বৈধ মনে করতেন। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫৬৯৯]
তাউস (রাহ.) বলেন, ‘মুহরিম কোমরবন্দ (বেল্ট) ব্যবহার করতে পারবে।’
[মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫৬৮৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1359/article-details.html