প্রশ্ন
কী পরিমাণ সম্পদ থাকলে আমার উপর হজ্ব ফরজ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এক।
ভোরণ পোষণ দেয়া আপনার দায়িত্ব এমন কোনো ব্যক্তি যদি আপনার অধীন না থাকে তাহলে শুধু হজ্ব করার জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন হয় সে পরিমাণ সম্পদের মালিক হলেই আপনার উপর হজ্ব ফরজ হবে।
দুই।
আর যদি আপনার অধীনে আপনার স্ত্রী, সন্তান বা অন্যান্য এমন কেউ থাকে যাদের ভোরণ-পোষণ দেয়া আপনার দায়িত্ব, তাহলে হজ্বে থাকাকালীন তাদের প্রয়োজনীয় ভোরণ-পোষণের খরচের ব্যবস্থা করতে হবে। তাদের প্রয়োজনীয় ভোরণ-পোষণের খরচের ব্যবস্থা করার পর যদি আপনার নিকট হজ্ব আদায় করার মতো সম্পদ থাকে তাহলে আপনার উপর হজ্ব ফরয হবে।
উদাহরণস্বরূপ: এ বছর বাংলাদেশ থেকে হজ্ব আদায় করার জন্য জনপ্রতি সর্বনিম্ন ৩ লক্ষ ৪৬ হাজার টাকার প্রয়োজন হবে। প্রথম ক্ষেত্রে ৩ লক্ষ ৪৬ হাজার টাকা থাকলেই আপনার উপর হজ্ব ফরজ হবে। দ্বিতীয় ক্ষেত্রে উক্ত ৩ লক্ষ ৪৬ হাজার টাকার সাথে পরিবারের এক মাসের খরচ আরো ২০-৫০ হাজার টাকা অতিরিক্ত থাকলে আপনার উপর হজ্ব ফরয হবে।
ইমদাদুল আহকাম : ২/১৫২; আহসানুল ফাতাওয়া : ৪/৫১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1357/article-details.html