প্রশ্ন
হজ্ব ও উমরার ইহরাম কীভাবে করতে হয়? ইহরাম বাঁধার সুন্নত তরীকা জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরামের মূল বিষয় হচ্ছে হজ্ব কিংবা উমরার নিয়তে তালবিয়া পাঠ করা। তালবিয়া পাঠের মাধ্যমেই ইহরাম সম্পন্ন হয়ে যায়।
হাদিস শরিফে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন,
‘আমি রাসূলুল্লাহ (সা.) কে মাথায় সিঁথি করা অবস্থায় ইহরামের তালবিয়া পাঠ করতে দেখেছি। তিনি বলেছেন,
لَبَّيْكَ اللهُمَّ، لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ .
এই বাক্যগুলোর অতিরিক্ত কিছু বলেননি।’ [সহিহ মুসলিম ১/৩৭৬]
ইহরাম করার সুন্নত তরীকা হল:–
ক) মোচ, নখ এবং শরীরের পরিষ্কারযোগ্য লোম চেঁছে বা কেটে পরিষ্কার করা।
খ) উত্তমরূপে গোসল করা, গোসল সম্ভব না হলে ওযু করা।
গ) পুরুষগণ দুটি নতুন বা ধৌত করা সাদা চাদর নেওয়া। একটি লুঙ্গির মতো করে পরবে। অপরটি চাদর হিসাবে ব্যবহার করবে। মহিলাগণ স্বাভাবিক কাপড় পরবে।
ঘ) পায়ের পাতার উপরের অংশ খোলা থাকে এমন চপ্পল বা স্যান্ডেল পরা। মহিলাদের জন্য ইহরাম অবস্থায় জুতা-মোজা পরার অবকাশ রয়েছে।
ঙ) ইহরাম বাঁধার আগে খালি শরীরে আতর বা সুগন্ধি ব্যবহার করা। তবে ইহরামের কাপড়ে আতর বা সুগন্ধি লাগানো যাবে না।
চ) মাকরূহ ওয়াক্ত না হলে ইহরাম বাঁধার আগে দুই রাকাত নফল নামায পড়া।
অতপর যে হজ্ব আদায়ের ইচ্ছা, সে অনুযায়ী নিয়ত করে তালবিয়া পাঠ করা।
জামে তিরমিযি ১/১০২; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস ১৫৮৪৭ ও ১৪৪১৯, সহীহ বুখারী ১/২০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1352/article-details.html