প্রশ্ন
ঘরে যদি স্বামী ও স্ত্রী একত্রে জামাত করে তাহলে ইকামত কি স্ত্রী দিবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইকামাত দিতে পারে পুরুষগণ। নারীদের জন্য ইকামাতের বিধান নেই। বরং তাদের ইকামাত দেওয়া মাকরূহ। বিশিষ্ট তাবেয়ি হাসান বসরি ও ইবনে সিরীন (রহ.) বলেন-
عَنِ الْحَسَنِ ، وَمُحَمَّدِ بْنِ سِيرِينَ ، قَالاَ : لَيْسَ علَى النِّسَاءِ أَذَانٌ ، وَلاَ إقَامَةٌ
‘নারীদের উপর আযান ও ইকামাত নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৩২৬]
কাজেই স্বামী স্ত্রী একত্রে জামাত করার সময় স্বামী নিজেই ইকামত দিবে এবং নামায পড়াবে।
সুনানে বায়হাকী ১/৪০৮; বাদায়েউস সানায়ে ১/৩৭৬; ফাতাওয়া খানিয়া ১/৭৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20740/article-details.html