প্রশ্ন
আমি একদিন ভুলে এক রাকাতে তিন সেজদা দিয়ে ফেলেছিলাম। জানতে চাচ্ছি, আমার কি সেদিনের নামায হয়েছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ একাগ্রতার সাথে পড়া উচিৎ যেন, কোন ভুল-ভ্রান্তি না হয়। তবে কখনো যদি ভুলক্রমে এক রাকাতে তিন সেজদা দিয়ে দেওয়া হয় এবং নামাজের মধ্যেই মনে পড়ে তাহলে সাহু সেজদা দিলেই নামাজ হয়ে যাবে। বিশিষ্ট তাবেয়ি আতা (রহ.) বলেন-
عن عطاء قال :وإن استيقنت أنك قد سجدت في ركعة ثلاث سجدات فلا تعد ، واسجد سجدتي السهو
‘কখনো যদি নিশ্চিত হও যে, এক রাকাতে তিন সেজদা দিয়ে ফেলেছ তাহলে নামাজ পুনরায় না পড়ে সাহু সেজদা দিবে।’ [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস: ৩৫২৪]
তবে যদি নামাজ শেষ করার পর মনে পড়ে তাহলে নতুন করে এ নামাজ পুনরায় পড়তে হবে।
কাজেই আপনি যদি সেদিন নামায শেষে সাহু সেজদা দিয়ে থাকেন তাহলে আপনার নামায হয়ে গিয়েছিল। কিন্তু আপনি যদি সাহু সেজদা না দিয়ে থাকেন তাহলে উক্ত নামাযটি পুনরায় পড়তে হবে।
মাবসূত, সারাখসী ১/২২৮-২২৯; বাদায়েউস সানায়ে ১/৪০১; আলমুহীতুল বুরহানী ২/৩০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20712/article-details.html