প্রশ্ন
তারাবির নামায নামায কি শুধু রমযানেই পড়া যায়? রমযানের বাহিরে তারাবি পড়ার কোনো সুযোগ আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তারাবি শুধু রমযানেই পড়তে হয়। রাসূল (সা.)-এর হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
جعل الله تَعَالَى صِيَامَهُ فَرِيضَةً وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا
‘আল্লাহ এ মাসের সিয়াম ফরয করেছেন আর নফল করে দিয়েছেন এ মাসে রাতের কিয়ামকে।’ [মিশকাতুল মাসাবীহ হাদিস: ১৯৬৫]
সুতরাং রমযানের বাহিরে তারাবি পড়ার কোনো সুযোগ নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20698/article-details.html