প্রশ্ন
একটি বইয়ে পেলাম, কেউ যদি একবার سُبْحَانَ اللَّهِ العَظِيمِ وَبِحَمْدِهِ পাঠ করে তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হয়। জানতে চাচ্ছি, এ ব্যাপারে কোনো হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, বিষয়টি সঠিক। হাদিস শরিফে বিষয়টি এসেছে। রাসূল (সা.) বলেন,
مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ العَظِيمِ وَبِحَمْدِهِ، غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الجَنَّةِ
‘যে লোক (একবার) বলে “সুবহানাল্লাহিল আযীম ওয়াবিহামদিহী”, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৩৪৬৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20678/article-details.html