প্রশ্ন
কিছুদিন আগে একটি হাদিসে পেলাম, কেউ যদি কুরআন মুখস্ত করে ভুলে যায় তাহলে সে গুনাহগার হয়। জানতে চাচ্ছি, বিষয়টি কি আসলেই সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিষয়টি উলামায়ে কেরামের নিকটও মতভেদপূর্ণ। একদল উলামায়ে কেরামের বক্তব্য হল, কুরআন মুখস্ত করে ভুলে গেলে গুনাহ হবে। তাদের দলিল হল, হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘যে ব্যক্তি কুরআন পাঠ (মুখস্ত) করার পর তা ভুলে যায়, সে কিয়ামতের দিন আল্লাহর সাথে পঙ্গু অবস্থায় (বা খালি হাতে) সাক্ষাত করবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১৪৭৪]
তবে অধিকাংশ আলেমদের অভিমত হল, কুরআন মুখস্ত করার পর কেউ যদি ভুলে যায় তাহলে তার গুনাহ হবে না। বরং সে বেশি বেশি চেষ্টা করে ভুলে যাওয়া অংশ পুনরায় মুখস্ত করে নিবে।
তাদের দলিল হল, হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
‘তাদের যে কোন ব্যাক্তির জন্য এমন করে বলা কতই নিন্দনীয় যে, আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি। বরং (এরূপ না বলে সে বলবে যে,) তাকে ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা কুরআন মুখস্ত করতে থাকবে। কেননা, উটের রশি হতে উটের পলায়নের চেয়ে অবশ্যই তা (কুরআন) মানুষের হৃদয় হতে অধিক হারে পলায়নকারী ও বিচ্ছিন্নতা প্রয়াসী।’ [সহিহ মুসলিম, হাদিস: ৭৯০]
উক্ত হাদিসে ভুলে যাওয়াকে গুনাহের কারণ বলা হয়নি। তাছাড়া প্রথম দলের মতের স্বপক্ষে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে তা যয়ীফ। উপরন্তু উলামায়ে কেরাম উক্ত হাদিসের ব্যাখ্যা করেছেন। ইমাম আবু ইউসুফ (রহ.) বলেন,
‘হাদিসে ভুলে যাওয়ার দ্বারা অর্থ হল, এমনভাবে ভুলে যাওয়া যে, কুরআন শরিফ দেখেও পড়তে পারে না।
ইবনে রুশদ মালেকী বলেন,
এ ব্যাপারে উলামায়ে কেরাম একমত যে, কেউ যদি ইলমে দ্বীন হাসিল করতে গিয়ে কুরআন ভুলে যায় তাহলে সে গুনাহগার হবে না।’ [গায়াতুল মুনতাহী ১/২০৯]
কিন্তু কেউ যদি কুরআনের প্রতি অবহেলা প্রদর্শন করে তেলাওয়াত না করার কারণে ভুলে যায় তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20664/article-details.html