প্রশ্ন
রোযা অবস্থায় গড়গড়া কুলি করা নিষেধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রোযা অবস্থায় গড়গড়া কুলি করবে না। কারণ এতে পানি গলায় চলে যাওয়ার আশংকা থাকে। বরং রোযা অবস্থায় স্বাভাবিকভাবে কুলি করবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
بالغ في الاستنشاق ، إلا أن تكون صائما
‘অজু-গোসলের সময় ভালো করে নাকে পানি দাও, তবে রোযা অবস্থায় নয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৩৬৩]
তবে কেউ যদি গড়গড়া করে ফেলে এবং গলায় পানি চলে না যায় তাহলে কাজটি সঠিক না হলেও রোযার কোনো ক্ষতি হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20612/article-details.html