প্রশ্ন
আরাফার ময়দানে অবস্থান করার সময় কি অযু অবস্থায় থাকা জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, আরাফার ময়দানে অবস্থানের সময় অযু অবস্থায় থাকা জরুরি নয়।
ইমাম নববী বলেন:
‘আলেমগণ এ ব্যাপারে ইজমা করেছেন যে, অপবিত্র অবস্থা নিয়ে নারী বা পুরুষের আরাফায় অবস্থান শুদ্ধ হবে। যেমন- জুনুবী অর্থাৎ যার উপর গোসল ফরজ হয়েছে ও হায়েযগ্রস্ত নারী। [আল-মাজমু কিতাবে ৮/১৪০]
তবে আরাফায় অবস্থানের সময় অযু করে নেয়া মুস্তাহাব। কারণ আরাফায় অবস্থানকারী আল্লাহর যিকির ইত্যাদিতে ব্যস্ত থাকবে। আর ওযু অবস্থায় আল্লাহর যিকির করা মুস্তাহাব।
কাশশাফুল কিনা ২/৪৯৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1364/article-details.html