প্রশ্ন
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্রের কাছে মোবাইল পাওয়া গেলে তা ভেঙ্গে ফেলা হয়। জানতে চাচ্ছি, এটা কি শরিয়ত সমর্থন করে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মোবাইল ভেঙ্গে ফেলা মাল অপব্যয়ের শামিল। যা শরিয়তের দৃষ্টিতে হারাম ও অবৈধ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا ۞ إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ
‘আর কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় যারা অপব্যয় করে, তারা শয়তানের ভাই।’ [সূরা বনি ইসরাইল, আয়াত: ২৭-২৮]
কাজেই ছাত্রদের কাছে কোনো মোবাইল পাওয়া গেলে তা ভেঙ্গে ফেলা জায়েয হবে না। বরং এক্ষেত্রে শরিয়ত সমর্থিত ভিন্ন কোনো শাস্তির ব্যবস্থা করা যেতে পারে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20471/article-details.html