প্রশ্ন
আমি যদি পণ্যের গায়ে নিউট্রিশন ফ্যাক্ট-এর পরিমাণ বাড়িয়ে লিখি তাহলে কি গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পণ্যের গায়ে নিউট্রিশন ফ্যাক্ট-এর যথাযথ পরিমাণ লিখা আবশ্যক। কমবেশ করা বৈধ নয়। যথাযথ পরিমাণ না লিখে তাতে কমবেশ করা ধোঁকার অন্তর্ভুক্ত। আর ধোঁকা শরিয়তের দৃষ্টিতে হারাম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
‘যে আমাদেরক ধোঁকা দিবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ২১৫৪]
কাজেই আপনার জন্য নিউট্রিশন ফ্যাক্ট-এর পরিমাণ কমবেশ করে লিখা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20463/article-details.html