প্রশ্ন
জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল। তারপর পুনরায় বিয়ে করে ঘরসংসার করতে থাকে। এখন সেই মহিলা তার স্বামীর সাথে থাকতে চাচ্ছে না। সে জানতে চাচ্ছে, এখন তার স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তার কি ইদ্দত পালন করতে হবে? নাকি ইদ্দত পালন ছাড়াই অন্যত্র বিয়ে বসতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তিন তালাকের পর স্ত্রীর সাথে ঘর সংসার করা হারাম ও কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। পাশাপাশি বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার কারণে যিনার গুনাহও হবে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ
‘অতঃপর যদি সে তাকে (চূড়ান্ত) তালাক দেয়, তবে এরপর সেই পুরুষের পক্ষে সেই স্ত্রী (বিবাহ) হালাল হবে না, যে পর্যন্ত না সে অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে।’ [সূরা বাকারা, আয়াত: ২৩০]
হাদিস শরিফে এসেছে,
وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي نَافِعٌ قَالَ كَانَ ابْنُ عُمَرَ إِذَا سُئِلَ عَمَّنْ طَلَّقَ ثَلاَثًا قَالَ لَوْ طَلَّقْتَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَنِي بِهٰذَا فَإِنْ طَلَّقْتَهَا ثَلاَثًا حَرُمَتْ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَكَ
‘লায়স (রহ.) নাফি থেকে বর্ণনা করেছেন যে, ইবনে উমর (রা.)-কে তিন তালাক প্রদানকারী সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, যদি তুমি একবার বা দু’বার দিতে! কেননা রাসূল (সা.) আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন। তাই স্ত্রীকে তিন তালাক দিলে সে হারাম হয়ে যাবে, যতক্ষণ না সে স্ত্রী তোমাকে ছাড়া অন্য স্বামীকে বিয়ে করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫২৬৪]
উক্ত ব্যক্তি যে কাজটি করেছে তা অত্যন্ত গর্হিত হয়েছে। জরুরি হল, অতিসত্ত্বর তার স্ত্রী থেকে পৃথক হয়ে যাওয়া এবং আল্লাহ তাআলার কাছে স্বীয় কৃতকর্মের ক্ষমা প্রার্থনা করা।
তবে স্ত্রীর অন্যত্র বিয়ে বসার আগে ইদ্দত পালন করতে হবে। সেক্ষেত্রে এই ইদ্দত হবে এটা জানার জন্য যে, যিনার কারণে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20327/article-details.html