প্রশ্ন
কিছু মানুষকে বলতে শুনি, মানুষের কাছে যে সকল জিনিস চাওয়া যায় বা চাওয়া হয় সে সকল জিনিস আল্লাহর কাছে চাওয়া যায় না। জানতে চাচ্ছি, আসলেই কি এমন জিনিস আল্লাহর কাছে চাওয়া যায় না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, কতক মানুষের ধারণাটি সঠিক নয়। বরং আল্লাহ তাআলার কাছে বৈধ যেকোনো জিনিস চাওয়া যাবে। একটি হাদিসে কুদসীতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন,
‘হে আমার বান্দারা! তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত। তোমরা আমার কাছে আহার্য চাও, আমি তোমাদের আহার করাব। হে আমার বান্দারা! তোমরা সবাই বস্ত্রহীন, কিন্তু আমি যাকে পরিধান করাই সে ব্যতীত। তোমরা আমার কাছে পরিধেয় চাও, আমি তোমাদের পরিধান করাব।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৫৭৭]
ইবনে রজব হাম্বলী (রহ.) বলেন,
‘উক্ত হাদিস থেকে বুঝা যাচ্ছে, আল্লাহ তাআলা পছন্দ করেন যেন, বান্দা তাঁর কাছে দ্বীন ও দুনিয়ার কল্যাণ কামনা করবে যেমন, খাবার, পানীয়, পরিধেয় বস্ত্র ইত্যাদি। যেমনিভাবে তাঁর কাছে হেদায়েত ও মাগফেরাত কামনা করে থাকে।’ [জামিউল উলুম ওয়াল হিকাম ২/৩৮]
তাছাড়া একটি হাদিসে সরাসরি এসেছে যে, আল্লাহ তাআলার কাছে সবকিছু চাইতে হবে। এমনকি জুতার ফিতার মত তুচ্ছ জিনিসও। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বলেন,
سَلُوا اللَّهَ كُلَّ شَيْءٍ حَتَّى الشِّسْعَ؛ فَإِنَّ اللَّهَ إِنْ لَمْ يُيَسِّرْهُ لَمْ يَتَيَسَّرْ
‘তোমরা আল্লাহর কাছে সবকিছু চাও। এমনকি জুতার ফিতাও। কারণ আল্লাহ তাআলা কোনো কিছুকে সহজ না করলে তা সহজ হয় না।’ [মুসনাদে আবী ইয়ালা, হাদিস: ৪৫৬০]
কাজেই আল্লাহ তাআলার কাছে সবকিছুই চাওয়া যাবে এবং চাইতে হবে। এতেই আল্লাহ তাআলা খুশি হবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20237/article-details.html