প্রশ্ন
দুধ পানের কোনো দোয়া আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, হাদিস শরিফে দুধ পানের দোয়ার বিবরণ পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
وَمَنْ سَقَاهُ اللَّهُ لَبَنًا فَلْيَقُلْ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ
‘আর আল্লাহ তাআলা যাকে দুধ পান করান সে যেন বলে, হে আল্লাহ! এ দুধে আমাদেরকে বারাকাত দাও এবং এর চাইতেও বেশি আমাদেরকে দান কর।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৩৪৫৫]
কাজেই দুধ পানের সময় উক্ত দোয়া পাঠ করা চাই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20235/article-details.html