প্রশ্ন
জনৈক ব্যক্তি কাজি সাহেবের মাধ্যমে তার স্ত্রীকে এক তালাক দিয়েছে। তালাকের নোটিশ পৌঁছার আগেই স্ত্রীকে ফোনে বলে, তোমাকে তালাক দিয়েছি। কয়েকদির পরেই নোটিশ পাবে। জানতে চাচ্ছি, এভাবে ফোনে বলার দ্বারা কয় তালাক পতিত হবে? উল্লেখ্য, নতুন কোনো তালাকের নিয়ত করেনি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতু উক্ত ব্যক্তি ফোনে তালাক দিয়েছি বলার দ্বারা ভিন্ন তালাক উদ্দেশ্য নেয়নি, বরং লিখিত তালাকের সংবাদ দিয়েছে তাই এর দ্বারা নতুন কোনো তালাক পতিত হয়নি। হাদিস শরিফে এসেছে,
عن شعبة قال: سألت الحكم وحمادًا عن رجل قال لامرأته: (أنت طالق، أنت طالق، أنت طالق) ونوى الأولى قالا: هي واحدة
‘শুবা থেকে বর্ণিত, তিনি হাকাম (রহ.) ও হাম্মাদ (রহ.) জিজ্ঞাসা করলেন, এক ব্যক্তি তার স্ত্রীকে লক্ষ্য করে বলল, তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক। পরবর্তী দু’টো দ্বারা প্রথম তালাক উদ্দেশ্য নিল। (এক্ষেত্রে কয় তালাক পতিত হবে?) তারা বললেন, এক তালাক হবে।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১৮৮৫৯]
কাজেই এক তালাকই হবে।
রদ্দুল মুহতার ৪/৫৪০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/20060/article-details.html